বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীর পাড়ে ভূট্ট্রা জমিতে শ্যালোম্যাশিনে পানি দেয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু হয়। মৃত্যু ব্যক্তির নাম বেলাল উদ্দিন (৩২) পিতার নাম মহিউদ্দিন বাড়ী ভোলাহাট উপজেলার বজরাটেক(ঈদগাহপাড়া) গ্রামে। তিনি ৩ সন্তানের জনক।

তাঁর স্বজন মোঃ সাদ্দাম আলী জানান, ১১ মে(বুধবার) সকালে নিজের স্যালোম্যাশিনে অন্যের ভূট্ট্রার জমিতে মহানন্দা নদী থেকে পানি তুলে সেচ দিচ্ছিলেন। পানি দেয়ার সময় জমির চারেদিক ঘুরাঘুরি করার সময় সকালে সাপে কামড় দেয় বেলালকে। এ সময় খবর পেয়ে তাঁকে বেলা সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক ডা. মোঃ ইসারুল ইসলাম তুষার জানান, সাপে কাটার রুগী আসলে প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রুগীর লোকজন পরিবহণ সংগ্রহ করতে থাকলে তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য এর পূর্বে উপজেলার মধূপুর গ্রামের একজন সাপে কেটে মারা যান। এলাকাবাসি জানান, উপজেলা পর্যায়ে সাপে কাটা রুগীদের চিকিৎসা ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। ফলে চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments