বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১মে) বিকেলে জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় স্বরাষ্ট্র সচিব মাদককে না বলুন এবং মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য সকলকে আহবান জানান এবং উপস্থিত সকলকে মাদক মুক্ত সমাজ গঠনের শপথ করান।

জেলার ৯টি উপজেলা ও নোয়াখালী পৌরসভাসহ ১০টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

উদ্ধোধনী খেলায় কবিরহাট উপজেলা দল নোয়াখালী সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে বিজয় অর্জন করে। ২১ মে ফাইনাল খেলার মধ্যদিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে।

এর আগে মাদক সম্পর্কে সচেতন করতে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দেরকে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। পরে নোয়াখালীর ইতিহাস ও ঐহিত্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দীন জেহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।

আরও পড়ুন  রংপুরের গঙ্গাচড়ায় গ্রামবাসীর হামলায় শিকার ৪ পুলিশ সদস্য
Previous articleতার কথা শোনে পাখিটি, পোষ মানা শালিকের সাথে সবার সখ্যতা
Next articleডিমলায় টিআর প্রকল্পের নগদ অর্থের চেক বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।