সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামের বসতি একজনের পোষ মানা শালিক পাখী ৷ তার নাম রাখা হয়েছে ময়না ৷ তাকে লালন পালনকারীর পরিবারের সবার সাথে তার সখ্যতা গড়ে উঠেছে ৷ এলাকায় পরিচিতি পেয়েছে বাঘার পাখী নামে ৷ পাখীটিকে পছন্দকারীদের সংখ্যা দিন যেতেই বাড়ছে ৷ উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের অতি পরিচিত কাশেম বিলের সড়কের ধারের বটতলার একমাত্র মুদি দোকানী প্রায় বাষট্টি বছর বয়সী হাচেন সরকার ওরফে বাঘা ৷
প্রায় বছর পাচেক হলো বড় পাঙ্গাসী – হাওড়া সাবমার্জিবল সড়কের ধারে ছোটো দোকানটি দিয়েছেন ৷ একেবারে ফাকা মাঠ প্রান্তরের দোকানটি সকালে এসে খুলে বসেন আর সন্ধ্যার পর পরই বন্ধ করে বাড়ী চলে যান ৷ এলাকায় অনেক আগে থেকেই পাখী প্রেমিক বলে অনেকেরই কাছে পরিচিতিতে আছেন ৷ কেননা তিনি দোকানের উপর বটগাছটিতে থাকা শালিকসহ বিভিন্ন পাখীদেরকে নিয়মিত খাবার দেন ৷ এখন পোষ মানা শালিক পাখীটি তাকে আরো পরিচিত করছে ৷ সরেজমিনে গিয়ে দেখা গেছে তার পোষ মানা শালিক পাখীটি দোকান এলাকায় ঘুরে বেড়ানোকালে ময়না নাম ধরে ডাকতেই কাছে চলে আসছে ৷ এরপর ঘাড়ে , কাধে , হাতে মন খুশীতে বসে থাকছে ৷ কাশেম বিলে বেড়াতে আসাদের কারো কারো কাধে হাতে গিয়ে বসছে ৷ তবে এও দেখা গেছে পাখীটিকে কথা বলতে ৷ তবে গভীর মনোযোগ দিয়েও কথা বোঝা যায়নি ৷
হাচেন সরকার ওরফে বাঘা প্রতিবেদককে জানান পাখীটির বয়স প্রায় এগারো মাস ৷ তিনি একেবারে ছোটো কম বয়সকালে দোকানটির কাছে পেয়েছিলেন ৷ এরপর নিজ হেফাজতে রেখে লালন পালন করছেন ৷ তাকে বিভিন্ন ধরণের খাবার খেতে দেওয়া হয় ৷ তার বসবাস কোয়ালীবেড় গ্রাম থেকে প্রায় দেড় কিলোমিটার দুরের দোকানটিতে সকালে আসাকালে পাখীটি তার সাথেই আসে ৷ আর বিকেল চারটার দিকে একাকী উড়ে বাড়ী ফিরে যায় ৷ পরিবারের সবার সাথে তার সখ্যতা গড়ে উঠেছে ৷ তিনি আরো জানান সন্ধ্যার পর পাখীটি তার বসবাস খাচায় একাকী ঢুকে যায় ৷ তিনি আরো জানান প্রতিদিন কাশেম বিলে বেড়াতে আসা অনেকেই তাকে ডেকে খাবার দেন ৷ আবার কাছে ডেকে নিয়ে থাকেন ৷