সুজন মহিনুল: নীলফামারীর ডিমলা উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার নুপুর ষ্টোরের স্বত্বাধিকারী ও সাইফুল ইসলামের ছেলে রাজা নামের এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার লিটার খোলা সয়াবিন তেল মজুদ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।
বুধবার(১১ মে)বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলার সহকারি পরিচালক শামসুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীর মেডিকেল মোড়ের বিএমআই কলেজ গেটের সামনের গোডাউনে ৬ হাজার ৭শ লিটার খোলা সয়াবিন তেল মজুদ পাওয়া যায়।
পরে তেল মজুদ করার অপরাধে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও মজুদ তেল ভোক্তাদের মধ্যে আগামী ৩ দিনের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। এ দিকে মাত্র এক গোডাউনেই এত তেল মজুদের ব্যাপারটি স্থানীয়দের ভাবিয়ে তুলেছে। তবে এ ধরনের ঘটনায় মাত্র ৫০ হাজার টাকা জরিমানার বিষয়টি সামান্য মনে করলেও অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখতে জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা।