মোঃ জালাল উদ্দিন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য নারী ও শিশুসহ মোট ১৮ রোহিঙ্গা ভারত থেকে ঢোকেন বাংলাদেশে, মৌলভীবাজারে সদর থানা পুলিশ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে।

বৃহস্পিতবার ১২ মে ২০২২ইং, সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের মৌলভীবাজার টু শ্রীমঙ্গল সড়কের ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তাঁরা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকেন। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে সবাই কে মৌলভীবাজার সদর থানায় নিয়ে আসা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোহিঙ্গা বলে জানা যায়।

আরও পড়ুন  তুরস্কের প্রেসিডেন্টকে হাসনা মওদুদের অভিনন্দন
Previous articleডিমলায় এক ব্যবসায়ীর গোডাউনে ৭ হাজার লিটার সয়াবিন!
Next articleকেশবপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।