এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। ১৩ মে বৃহস্পতিবার শেষ বিকেলে লতাচাপলী ইউনিয়নের সীমা বৌদ্ধ বিহারটি পরিদর্শ করেন।

স্থানীয় রাখাইনরাও তার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবু বক্কর সিদ্দিকি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির, কেন্দ্রীয় কৃষক লীগের ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী ও বরগুনা জেলার চেয়ারম্যান নিউ নিউ খেইন, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের সাধারন সম্পাদক উত্তম মহাথেরো,কুয়াকাটা রাখাইন কালচারাল একাডেমী সভাপতি মংচোথিন তালুকদার,পটুয়াখালী বৌদ্ধ বিহার সমিতির সভাপতি মংলেনহান সহ উপজেলার বিভিন্ন রাখাইন পাড়ার লোকজন উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে রাখাইন নৃ-তাত্তিক জনগোষ্ঠির উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Previous articleকালিহাতীর নাগবাড়ি ইউনিয়ন আ’লীগের সম্মেলন: সভাপতি – আলাউদ্দিন, সম্পাদক – আয়নাল
Next articleমুন্সীগঞ্জের শ্রীনগরে ৫টি ককটেল বোমা ও ২টি রামদা উদ্ধার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।