লিটন মাহমুদ: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ৫টি ককটেল বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকার একটি ধান ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় এখন ধান কাটার মৌসুম চলছে। সেখানে এক কৃষাণ শামসুল ইসলামের ধান ক্ষেতে এগুলো দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এগুলো উদ্ধার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ককটেলগুলো বালু ভর্তি বালতিতে করে থানায় নিয়ে আসা হয়েছে। ককটেল নিস্ক্রিয় সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  এনায়েতপুরে চাঞ্চল্যকর বিউটি হত্যার ৫ বছর পর রহস্য উদ্‌ঘাটন, পরকীয়া প্রেমিকসহ আটক ৩
Previous articleকলাপাড়ায় মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার পরিদর্শনে জেলা প্রশাসক
Next articleমাথায় সিলিং ফ্যান পড়ে আহত ডা: মুরাদ, কপালে ৩ সেলাই
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।