লিটন মাহমুদ: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ৫টি ককটেল বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকার একটি ধান ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় এখন ধান কাটার মৌসুম চলছে। সেখানে এক কৃষাণ শামসুল ইসলামের ধান ক্ষেতে এগুলো দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এগুলো উদ্ধার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ককটেলগুলো বালু ভর্তি বালতিতে করে থানায় নিয়ে আসা হয়েছে। ককটেল নিস্ক্রিয় সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।