সাহারুল হক সাচ্চু: উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার পৌর শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বোতলজাত প্রায় সাড়ে ২৬ হাজার লিটার ভোজ্য সয়াবিন তেল জব্দ ও এক লাখ পাচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এবং সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৷ সকাল আটটা থেকে প্রায় সাত ঘণ্টার অভিযানে পৌর শহরের অর্ণব বাণিজ্যালয়ে গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বোতলজাত প্রায় চৌদ্দ মেট্রিক টন সয়াবিন তেল জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ৷ অপরদিকে দত্ত এন্ড ব্রাদার্সের গুদামে অভিযান চালিয়ে বোতলজাত প্রায় সাড়ে বারো মেট্রিক টন সয়াবিন তেল জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷ এছাড়া ব্যবসায়ী শহিদুল ইসলামকে পাচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জব্দকৃত সয়াবিন তেল উপজেলা প্রশাসন থেকে সরকারী নির্ধারিত দামে সাধারণ জনগণের মাঝে বিক্রি করে সে টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হবে ৷