সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত সয়াবিন তেল সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে ৷ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিক্রয় সংক্রান্ত গঠিত কমিটির ব্যবস্থাপনায় বোতলজাত ২ লিটার করে সয়াবিন তেল এক শত ষাট টাকা ( বোতলের গায়ে লেখা ) লিটার দরে সকাল দশটা থেকে শুরু করে বিকেল তিনটা অবধি বিক্রি করা হয় ৷ আজ প্রায় ১৮ শ জন এ তেল কিনেছেন বলে জানা গেছে ৷
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন জানান , আগামীকাল সোমবার উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন এলাকায় সুবিধাজনক পয়েন্টে সরাসরি ভোক্তাদের মাঝে জব্দকৃত সয়াবিন তেল বোতলের গায়ে লেখা দামে বিক্রি করা হবে ৷ উপজেলা প্রশাসন থেকে ইউনিয়ন পর্যায়ে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এক হাজার লিটার করে তেল বিক্রি করা হবে ৷
গতকাল শনিবার উল্লাপাড়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দ্#ু৩৯;ব্যবসায়ীর গুদামে অবৈধ মজুদ রাখা প্রায় সাড়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ এবং এক লাখ পাচ হাজার টাকা জরিমানা করেছেন ৷