ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাট পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাব্বি (১৬) নামের ১০ম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার উপজেলার কানসাট প্রি-ক্যাডেট স্কুল ঘাটে পাগলা নদীতে দুপুর গোসল করতে গিয়ে ডুবে যায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে করা হয়।
রাব্বি উপজেলার কানসাট বাজারের রফিকুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রজব আলী শেখ জানান,স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।