আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে হঠাৎ খাদ্য গুদাম পরিদর্শনে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
সোমবার (১৬মে)সকালে দুপুরে হঠাৎ তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন তিনি।
এর পূর্বে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বোর ধান সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড.মোছাম্মৎ নাজমানারা খাতুন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির, থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ-দৌলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম,মুশফিলুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম অফিসার মোঃ মফিজুর রহমান প্রমুখ।
পরিদর্শন শেষে সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখতে স্পীড বোট যোগে হাওরের উদ্দেশ্যে রওয়ানা দেন।