ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেলপথের হোসনেডাঙ্গা বড়পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তীর্থ কোল (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের মহাদেব কোলের ছেলে। তীর্থকোল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোল সম্প্রদায়ের মানুষ।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তীর্থ কোল। হোসেনডাঙ্গা বড়পুকুরিয়া এলাকায় ট্রেনটি পৌঁছালে এ দূর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, তীর্থ কোলের মানসিক সমস্যা ছিলো। ধারণা করা হচ্ছে তিনি লাইন পার হতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।
এদিকে ট্রেনে কাটা পড়ে নিহতের পরিবারকে স্থানীয় প্রশাসন নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগীতা করেন।