প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শোভন মহন্তের পরিবারকে আর্থিক সহায়তা করলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
গতকাল মঙ্গলবার ১৭ই মে সন্ধ্যায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে শারিরিক চেক আপের জন্য ভারতে যাওয়ার পথে এই পরিবারটিকে আর্থিক সহযোগিতা করেন তিনি। শোভন উপজেলার বাগজানা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার নিরঞ্জণ চন্দ্র মহন্তের ছেলে। এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন আ.লীগের সম্পাদক মমতাজুর রহমান, বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন ও বাগজানা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রাসেল কবীর।
উল্লেখ্য যে, গত ১৩মে শুক্রবার সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট-হিলি সড়কে মাষ্টারপাড়া নামকস্থানে বাস-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শরিফ রহমান সাগর (৩৮) নিহত হয়। এসময় হানিফ পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শোভন মহন্তের মুদিখানার দোকান ঘরে ঢুকে পড়লে তা সর্ম্পূন ভেঙ্গে গুড়িয়ে যায় এবং তার এক মাত্র ছেলে জিৎ মহন্ত গুরুতর আহত হয়। বাসের ধাকায় দোকানে থাকা ফ্রিজসহ সকল প্রকার মালামাল নষ্ট হয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয় পরিবাটির।