জি.এম.মিন্টু: কেশবপুরে মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরম বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ওই সদস্য ফরম বিতরণ করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল রানা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবির সুমন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম।