বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপী নানা কর্সমসূচির আয়োজন করে।

এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সিরাজগঞ্জ – ৬ শাহজাদপুর আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলু, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়।

বিকেলে রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, দলের সাধারণ সম্পাদক এ্যডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, সহসভাপতি আব্দুল জব্বার, যু্গ্ম সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয়। এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগের গৌরবজ্জল ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধু , আওয়ামীলীগ ও বাংলাদেশ – ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে গাঁথা। সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  সিলেটে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১৩
Previous articleউত্তরাঞ্চলে জিংক চাল উৎপাদন ও বাণিজ্যিকীকরণের দিগন্ত উন্মোচিত হয়েছে
Next articleসুন্দরগঞ্জে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।