বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাস্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাপাহারে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাপাহারে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুল আকতার: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলা সদরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন শনিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পদ্মাসেতুর মাওয়া প্রান্তর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল মাল্টি মিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়। সাপাহারে অনুষ্ঠিত সকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

স্বপ্নের পদ্মা সেতু মাওয়া প্রান্তরে উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

সাপাহারে বিশাল আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা বেগম সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারি সাংবাদিকগণ, ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্যগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আনন্দ র‍্যালী মুখরিত হয়ে উঠে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments