শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় পাথার প্রান্তরের একটি সড়কে পাল্টে গেছে চলাচল ব্যবস্থা

উল্লাপাড়ায় পাথার প্রান্তরের একটি সড়কে পাল্টে গেছে চলাচল ব্যবস্থা

সাহারুল হক সাচ্চু: সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথার প্রান্তরের বাংলাপাড়া-উধুনিয়া সড়ক এই বর্ষাতেই চলাচল ব্যবস্থা পাল্টে দিয়েছে ৷ এখন উধুনিয়া থেকে মোহনপুরের দহকুলা ঘাটে যাত্রীবাহি নৌকা আর চলছে না ৷

উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম প্রান্তের গ্রামগুলোর বসতিরা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যেতে বর্ষাকালে নৌকায় মোহনপুরের দহকুলা ঘাটে আসতেন ৷ গ্রামগুলোর ক’টি হলো- বাগমারা , বেতকান্দি , পংখারুয়া , দত্ত খারুয়া , সুবৈদ্য মরিচ ৷ বিভিন্ন গ্রামের যাত্রী নিয়ে প্রায় পঞ্চাশটি নৌকা চলাচল করেছে ৷ দহকুলা ঘাট থেকে সন্ধ্যার পর আর যাত্রীবাহি নৌকা থাকতো না বলে জানা গেছে ৷ এবারের বর্ষা থেকে আলাদা চিত্র দেখা দিয়েছে ৷ উধুনিয়া – বাংলাপাড়া সড়কটি চলাচল ব্যবস্থা পাল্টে দিয়েছে ৷ উধুনিয়া ইউনিয়নের পশ্চিম প্রান্তের বসতিরা এবারের বর্ষার শুরু থেকেই নৌকায় উধুনিয়া বাজারের কাছাকাছি কবরস্থান ঘাটসহ আরো ক’জায়গায় এসে নামছেন ৷ এরপর সিএনজি , ইজিবাইক , অটোভ্যানসহ নানা বাহনে উধুনিয়া – বাংলাপাড়া সড়ক পথ হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় আসা যাওয়া করছেন ৷

সড়ক ও জনপথ বিভাগ থেকে বাংলাপাড়া থেকে উধুনিয়া পর্যন্ত প্রায় সোয়া তিন কিলোমিটার সড়ক পথ বেশ উচু করে নির্মাণ করা হয়েছে ৷ এখন সড়কে কার্পেটিং কাজ বাকি আছে ৷ এরই মধ্যে সড়কটিতে বিভিন্ন ধরণের বাহন চলাচল করছে ৷ উধুনিয়া বাজার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে কবরস্থানের কাছে প্রায় বিশটি যাত্রীবাহি নৌকা রয়েছে ৷ নৌকা মালিকেরা যাত্রীদের অপেক্ষায় আছেন ৷ এখান থেকেই বিভিন্ন গ্রামের বসতিরা নৌকায় যাত্রী হয়ে বাড়ী ফেরেন ৷ বাগমারা গ্রামের নৌকা মালিক ইসরাফিল , বেতকান্দি গ্রামের লতিফ বলেন সড়কটি নির্মান ও চালু হওয়ার পর নৌকায় যাত্রী নিয়ে আর দহকুলা ঘাটে যাওয়া হচ্ছে না ৷ এখানকার নৌকা ঘাটে বহু সংখ্যক ইজিবাইক , অটো রিকশা ভ্যান যাত্রীদের অপেক্ষায় আছেন ৷

উপজেলা সদরসহ লাহিড়ী মোহনপুর বাজারে থেকে এসব বাহনের চালকেরা যাত্রী এনে ঘাটে নামিয়ে দিয়েছেন ৷ উধুনিয়ার নাহিদ হাসান , জাহিদ মিয়াসহ আরো ক’জন বলেন সড়কটি নির্মান হওয়ার পর এখন তো আর কেউ নৌকায় আসা যাওয়া করছেন না ৷ আগে উধুনিয়া থেকে মোহনপুরের দহকুলা ঘাটে নৌকায় আসা যাওয়ায় প্রায় ঘন্টাদুয়েক সময় লাগতো ৷ এরপর চলাচলে দুর্ঘটনা ঝুঁকি থাকতো ৷ এছাড়া সন্ধ্যার পর নৌকা থাকতো না ৷ আর এখন কম সময়ে উধুনিয়া থেকে লাহিড়ী মোহনপুর বাজার হয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাহনে আসা যাওয়া করা যাচ্ছে ৷ উধুনিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বলেন এখন খুবই কম সময়ে সহজে যে কোনো বাহনে উধুনিয়া থেকে বিভিন্ন এলাকায় যাওয়া আসায় সব পেশার জনগন খুশী ও মনে আনন্দ দেখা দিয়েছে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments