শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশ্রীবরদীতে বিনামুল্যে বীজ ও সার পেলেন ১৬শত কৃষক

শ্রীবরদীতে বিনামুল্যে বীজ ও সার পেলেন ১৬শত কৃষক

ফেরদৌস আলী: শেরপুরের শ্রীবরদীতে ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন ১৬শত কৃষক। ২৯ জুন বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরের খরিপ -২/২০২২-২০২৩ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের নির্মিত্তে কৃষি প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫কেজি উফশী জাতের ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সঞ্চালনায় উক্ত কৃষি প্রণোদনার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী লাল, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির,তাতিহাটি ইউপি চেয়ারম্যান এড. আব্দর রউফ মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলানুর রহমান, উ এস এ পি পি ও মোঃ জাকির হোসেন, প্রেসক্লাব শ্রীবরদী’র সাধারণ সম্পাদক ফেরদৌস আলী বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী, স্থানীয় সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments