সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের ২০২২ – ২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ও বার্ষিক পরিকল্পনা ঘোষনা করা হয়েছে । স্থানীয় বিআরডিবি মিলনায়তনে বেলা এগারোটায় এ ঘোষণা অনুষ্ঠান হয় ৷

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন ৫ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষনা করেন। ঢাকা থেকে ভাচুর্য়ালি অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ জসিম উদ্দিন এবং বিশেষ আলোচক হিসেবে যোগ দেন সিরাজগঞ্জের স্থানীয় সরকার উপ পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৷

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর , অধ্যক্ষ মীর আব্দুল হান্নান , প্রেস ক্লাবের আহবায়ক আঃ বাতেন হিরু প্রমুখ ৷

আরও পড়ুন  পেকুয়ায় ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা
Previous articleইসি ৩০০ জন সিটিং এমপিকে কিভাবে সামাল দেবে?
Next articleফুলবাড়ীর ভাঙ্গামোর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে পারাপার, দেখার কেউ নেই
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।