বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) নিয়ে উধাও হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শিক্ষকের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ করেছে।

বুধবার বিদ্যালয় ছুটির পর উপজেলার ঝলমলিয়া থেকে ছাত্রীকে নিয়ে উধাও হন শিক্ষক আল শাহারিয়ার রোকন (৩৫)। তিনি ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। নাটোরে বাগাতিপাড়া উপজেলায় তার বাড়ি। পূর্বে আরো দু’টি বিয়ে করেছিলে তিনি।

ছাত্রীর বাবা জানান, গতকাল বিকেলে বিদ্যালয় ছুটির পর তার মেয়ে বাড়িতে আসেনি। পরে লোকমুখে শুনতে পাই তার শিক্ষক তাকে নিয়ে গেছে।

ওই বিদ্যালয়ের সভাপতি আবু বাক্কার জানান, ঘটনাটি সত্য। আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি। ওই শিক্ষকের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

আরও পড়ুন  মাদারীপুরে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামী কারাগারে
Previous articleশ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Next articleতৃতীয়বারের মতো কন্যা সন্তানের মা হলেন ন্যান্সি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।