শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ভুটানী জাতের ষাড় আকারে ছোটো হলেও দাম বেশী

উল্লাপাড়ায় ভুটানী জাতের ষাড় আকারে ছোটো হলেও দাম বেশী

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি গোখামারে ভুটানী জাতের ষাড় গরু লালন পালন করা হচ্ছে ৷ অনেকেই খামারে বেশ আগ্রহ নিয়ে এ জাতের গরু দেখছেন ৷

উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের একটি গোখামারে আর দিন কয়েক বাদের কোরবানি ঈদকে সামনে রেখে বড় জাতের গোটা দশেক ষাড় গরু পালন করা হচ্ছে ৷ এর সাথে ভুটানী জাতের ২টি ষাড় গরু পালন করা হচ্ছে ৷ আকারে ছোটো গরুগুলো দেখতে এলাকার অনেকেই খামারটিতে আসেন বলে জানা গেছে ৷

একাধিক গোখামারী ও গরু ব্যাপারীদের কথায় আকারে ছোটো হলেও ভুটানী জাতের ষাড় গরুর দাম বেশী ৷ প্রতিবেদককে খামারের মালিক পক্ষের বরাত আলী বলেন মাস তিনেক আগে ভুটানী জাতের ষাড় গরু দ্#ু৩৯;টি অন্য এলাকা থেকে কিনে এনে সামনের কোরবানি ঈদে লালন পালন করছেন ৷ আকারে বড়টির ওজন প্রায় চার মণ বলে জানানো হয় ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments