শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে যমুনার পেটে ১৫শ বসতভিটা, নিঃস্ব হাজারো পরিবার

ভূঞাপুরে যমুনার পেটে ১৫শ বসতভিটা, নিঃস্ব হাজারো পরিবার

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার নদীতে আবারো পানি বৃদ্ধির কারণে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে করে একে একে ভাঙছে বসতভিটা, ঘরবাড়িসহ ফসলি জমি। নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী অসংখ্য পরিবার। স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় ভাঙনরোধ সম্ভব হচ্ছে না। ফলে এসব ভাঙন কবলিত মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে গোবিন্দাসী, নিকরাইল, অর্জুনা ও গাবসারায় যমুনার করালগ্রাসে প্রায় একমাসের ব্যবধানে ১ হাজার ৫’শ ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। তারমধ্যে গোবিন্দাসীতে সাড়ে ৫’শ, নিকরাইলে আড়াই’শ, অর্জুনায় ৪’শ এবং গাবসারায় ৩’শতাধিক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রহ হয়েছে।

সরেজমিনে সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলাপাড়া এলাকায় ঘুরে দেখা গেছে, পানির তীব্র স্রোতে বসতভিটা ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে পড়া লোকজন তাদের থাকার ঘরগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে। আবার অনেকের ঘরবাড়িগুলো নিমিষেই বিলীন হচ্ছে। বসতভিটা হারানো মানুষগুলো আহাজারি করছে। ভাঙনের শিকার জহুরা বেগম বলেন, আমাদের গ্রামে প্রায় হাজারের ওপরে বাড়িঘর নদী গর্ভে চলে গেছে। আমরা এখন নিঃস্ব। আামাদের এখন থাকার মতো কোন জায়গা- জমি নেই। ঘরে নেই খাওন। এ অবস্থায় সরকারিভাবে কোন ধরণের সাহায্য- সহযোগিতা পাইনি। ইনছান আলী বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে কারণে শতশত বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব দেখার কেউ নেই। জনপ্রতিনিধিরা শুধু নৌকা দিয়ে দূর থেকে দেখে চলে যায়। ভাঙনরোধে তাদের কোন উদ্যোগ নেই। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এদিকে, অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এতে করে মানবেতর জীবনযাপন করছে তারা। গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, ইউনিয়নের কষ্টাপাড়া, খানুরবাড়ি, চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়ায় এলাকায় ভাঙনরোধে এমপির উদ্যোগে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, চরাঞ্চলের বাসুদেবকোল ও তালতলাসহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৪’শ ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহান জানান, ভাঙনের ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ভাঙনরোধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভাঙনের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ভূঞাপুরে ব্যাপকভাবে ভাঙন দেখা দেয়ায় ভাঙনরোধে ৩০০ মিটারের মধ্যে জিও ব্যাগ ফেলা হচ্ছে। ভাঙন কবলিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে আরও জিও ব্যাগ ফেলা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments