শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুর ও মধ্যনগর সীমান্তে গরুসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

তাহিরপুর ও মধ্যনগর সীমান্তে গরুসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর সীমান্তে ভারত হতে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় গরুসহ বিভিন্ন পণ্যসামগ্রী আটক করে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন২৮-বিজিবি।

বিজিবি তথ্য সুত্রে জানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবি অধীনস্থ বাংগালভিটা বিওপির টহল দল। আজ (২০জুলাই)বুধবার ভোররাতে সীমান্ত পিলার ১১৯২/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কচুয়াছড়া নামক স্থান হতে ১৫হাজার ৭শত ১৪পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম,ইঞ্জিনসহ ১টি স্টীল বডি নৌকা,ব্যাটারিসহ ১টি সোলার ও ১টি সিলিন্ডার গ্যাস আটক করে।যার আনুমানিক মূল্য ৪৪ লক্ষ ,৫১ হাজার, ২ শত,৬টাকা। এছাড়াও একই দিনে মাটিয়ারবন বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১৫-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় একই উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ৪টি ভারতীয় গরু আটক করে যার আনুমানিক মূল্য ৮০হাজার টাকা।

অপরদিকে লাউরগড় বিওপির টহল দল গতকাল (১৯জুলাই) দুপুরে সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলা ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২০ঘনফুট ভারতীয় পাথর ১হাজার কেজি কয়লা ও ৫টি বারকী নৌকা এবং ৩টি ইঞ্জিন আটক করে যার আনুমানিক মূল্য ৩লক্ষ ২৫হাজার ৪শত টাকা।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান বলেন,আটককৃত ভারতীয় পাথর,কয়লা বারকী নৌকা স্কিন সাইন ক্রিম, স্টীলবডি নৌকা,ইঞ্জিন, সোলার ব্যাটারি, গ্যাস সিলিন্ডার শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments