শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

কলাপাড়ায় গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

মিজানুর রহমান বুলেট: ‘মুজিবশর্তবর্ষে বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবেনা’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় কলাপাড়ায় ভূমিহীন গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে আশ্রয়ণ-৩য় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে কলাপাড়া উপজেলায় এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশন (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুল রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) মো: সিদ্দিকুর রহমান, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো: জসিম, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ দেলওয়ার হোসন,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেরা প্রকল্প কর্মকর্তা হুমান কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাসলিমা আক্তার, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ গন্যমাধ্যমকর্মী। কলাপাড়া উপজেলায় প্রতিবন্ধি, ভিক্ষুক, রিক্সাচালক, দিনমজুর, বিধবাসহ ৬৬জন গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ সেমি পাকা ঘর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments