শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় তিন মৎস্য চাষি পেয়েছে সম্মাননা পুরস্কার

কলাপাড়ায় তিন মৎস্য চাষি পেয়েছে সম্মাননা পুরস্কার

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে তিনজন সফল মৎস্য চাষিকে সম্মাননা পুরস্কার প্রধান করা হয়েছে।

এরা হলেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের শ্রেষ্ঠ মৎস্য (পাবদা মাছ) উৎপাদনকারী মো.সামসুল আলম,কুয়াকাটার জননী গলদা চিংড়ি লিমিটেডের শ্রেষ্ঠ চিংড়ি পি,এল উৎপাদনকারী মো.শাহজাহান মাতৃব্বর ও ধুলাসার ইউনিয়নের শ্রেষ্ঠ অপ্রচলিত মৎস্য (মুক্তা থেকে ঝিনুক) উৎপাদনকারী মো.সুজন।

রবিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তন হল রুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মাহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমাসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৎস্য চাষি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments