সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরের বিল গরালিয়ার মাছ চাষ শুরু জমির মালিকদের

কেশবপুরের বিল গরালিয়ার মাছ চাষ শুরু জমির মালিকদের

জি,এম,মিন্টু: কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের বাকাবর্ষী পশ্চিম বিল গরালিয়ায় জমির মালিকরা মৎস্য অবমুক্ত করে মাছ চাষ শুরু করেছেন। মঙ্গলবার এক তৃতীয়াংশ জমির মালিক ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ মন মাছ অবমুক্ত করে। দীর্ঘদিন বিরোধ থাকায় লিজ না দিয়ে ঘেরটি নিজেরা মাছ চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, জমির মালিক নিলুফা ইয়াসমিন, শহীদ মোড়ল, মান্নান সরদার, সিদ্দিক সরদার, আলতাফ সরদার, মজনু মোড়ল, কামাল দফাদার, আব্বাস মোল্লা, হানিফ দফাদার, হাফিজুর রহমান বাবু, মান্নান মোড়ল,মোমিন সরদার, মজিদ সরদার, মোহিদ দফাদার, নিজাম দফাদার, ইউপি সদস্য রিজাউল হোসেন, মনির মোড়ল,কাশেম মোড়ল, জামশেদ মোড়ল প্রমুখ।

জমির মালিক নিলুফা ইয়াসমিনসহ অন্যান্যরা জানান, বিল গরালিয়া দীর্ঘদিন ধরে অনেকেই লিজ নিয়ে মৎস্য চাষ করলেও আমরা ঠিকমত হারির টাকা পাইনি। এনিয়ে জমির মালিকদের সাথে ঘের মালিকদের বিরোধ শুরু হয়ে হামলা মামলা হয়। এতে আমরা অনেক হয়রানি হয়েছি। যে কারনে জমির এক তৃতীয়াংশ মালিক একত্রিত হয়ে নিজেরাই মৎস্য চাষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জমির মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে মৎস্য অবমুক্ত করে মাছ চাষ শুরু করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments