বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় অপরাজিতা প্রকল্পের নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরীর হল রুমে গংগাচড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রাবেয়া বেগম এতে সভাপতিত্ব করেন ।

মতবিনিময় সভার বিশেষ আলোচক জাতীয় পার্টি রংপুর মহানগর শাখা সাধারণ সম্পাদক এস. এম. ইয়াসির. বি.এন.পিরসদস্য সচিব মোঃআনিসুর রহমান লাকু, রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ- সভানেত্রী পারভীন আক্তার, মিঠাপুকুর উপজেলা পায়রাবন্দ ইউনিয়নের এপিজে হোসনে আরা বেগম ।

আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন হরিদেবপুর ইউনিয়নের অপরাজিতা মোছাঃরনজিনা খাতুন আদুরী, ডেমক্রেসি ওয়াচের অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর জুলিয়া আখতার চৌধুরী। এতে আবও বক্তব্য রাখেন রংপুর সদর ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদীআইনজীবী ফোরাম, রংপুর ইউনিটের নেতা, এড.শফিকামাল , বিএনপি গংগাচড়া উপজেলা সাধারন সম্পাদক আখেরুজ্জামান মিলন, মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি সুলতানা আখতার প্রমূখ ।

বক্তারা বলেন পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থায় মনমানসিকতার পরিবর্তন ঘটাতে না পারলে নারীরা সামনের দিকে অগ্রসর হতে পারবেনা। নারীদের নিরাপত্তা বিধান নিশ্চিত করে আগামী জেলা কমিটি গঠনের ক্ষেত্রে নারীদের ৩৩% অন্তর্ভূক্ত করার ব্যাপারে আমরা সকলে চেষ্টা করব। জেলা কমিটিতে ২ জন অপরাজিতাকে প্রথম সারিতে পদায়ন করবেন বলে আশ^স্থ করেন। দলের আদর্শ দেশের সেবা করা, সম্মান যাতে ভুলুণ্ঠিত না হয় সেদিকে লক্ষ্য রেখে নারীদের সামনে অগ্রসর হতে হবে। তখন মূল কমিটি ৩৩% না হলে ১৫%-২০% বিভিন্ন কমিটিতে নারীদের পদায়ন করার ব্যাপারে আশ্বাস দেন। আর সেজন্য যারা দলের কমিটিতে আসতে ইচ্ছুক তাদের যোগাযোগ রাখার আহŸন জানান হয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments