শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাগরে জাহাজের ধাক্কায় সাম্পান ডুবে নিখোঁজ ২ জেলে, উদ্ধার ৪

সাগরে জাহাজের ধাক্কায় সাম্পান ডুবে নিখোঁজ ২ জেলে, উদ্ধার ৪

বাংলাদেশ প্রতিবেদক: আনোয়ারা উপকূলে সাগরে মাছ আহরণ করার সময় জাহাজের ধাক্কায় একটি ছোট সাম্পান কয়েক টুকরো হয়ে ছয় জেলে নিয়ে সাগরে ডুবে যায়। এ সময় চার জেলে স্থানীয় জেলেদের সহযোগিতায় প্রাণে বেঁচে গেলেও মোহাম্মদ হারুন মাঝি ও আব্দুর রশিদ সাগরে নিখোঁজ হয়ে যান।

নিখোঁজ হারুন রায়পুরের পরুয়া পাড়ার মৃত সৈয়দ নুরের ছেলে এবং অপরজন আব্দুর রশিদ পেকুয়ার উজান টিয়ার আবু সৈয়দের ছেলে আব্দুর রশিদ।

প্রাণে বেঁচে যাওয়া জেলেরা হলেন আবদুল মাবুদ (২৭), মো: ছোটন (২২), আ. সালাম (৫৫) ও সুমন (২৭)। তাদের মধ্যে সালামের বাড়ি পেকুয়া উজানটিয়া। অপর তিনজনের বাড়িয়া কুতুবদিয়ায় বলে নিশ্চিত করেছেন বার-আউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পুলিশ পরিদর্শক) মো: নাছির উদ্দিন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টায় আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ড ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা নাছির উদ্দিন উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বুধবার সন্ধায় দৈনিক নয়া দিগন্তকে জানান, আনোয়ারা রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়ার জনৈক সিরাজুল ইসলামের মাছ ধরা ছোট সাম্পানে করে ছয় জেলে সাগরে মাছ ধরতে যায়। এ সময় বরিশালগামী একটি রাইটার জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে তিনি নিশ্চিত করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments