মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ৪টি ইউপি নির্বাচনের ২টিতে আ.লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

টাঙ্গাইলে ৪টি ইউপি নির্বাচনের ২টিতে আ.লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

আবুল কালাম আজাদ: টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ এবং ২ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানাগেছে। বেসরকারি ফলাফলে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, সিলিমপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন (চশমা),কাকুয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বদিউজ্জামান ফারুক, কাতুলী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন,মাহমুদনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন (চশমা) বিজয়ী হয়েছেন।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ইভিএমের কারণে কিছু কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ২ প্লাটুন বিজিবি, ৪৯০ জন পুলিশ সদস্য ও র‌্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলো ৭৬ হাজার ৪৪৫ জন। শতকরা ৭০ ভাগের উপরে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments