শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন

রংপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন

জয়নাল আবেদীন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় রংপুর টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা প্রশিক্ষণ প্রাপ্ত আত্মকর্মি যুব ও যুব নারীদের মাঝে চেক বিতরণ বিভিন্ন প্রজাতির গাছের চারা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইব্রাহিম খান। সভায় সভাপতিত্ব করেন জেলার সেবক জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, রংপুর রেঞ্জ মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম পুলিশ কমিশনার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম পুলিশ সুপার প্রকৌশলী ফেরদৌস আলী চৌধুরী রংপুর জিলা পরিষদ প্রশাসক এ্যাড. ছাফিয়া খানম, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা , স্কাউট প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০ টায় রংপুর টাউন হলের সাহিত্য মঞ্চে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর অস্থায়ী প্রতিকৃতিতে রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সরকারি দপ্তর এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুস্প মাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়াও জেলা এবং মহানগর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা মডেল মসজিদে দোয়া মাহফিল সহ জেলায় প্রীতি ভলি-বল ম্যাচ সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments