শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারাজশাহীতে ভূমি অধিগ্রহণে ৩৩ জন ক্ষতিগ্রস্তের হাতে ১২ কোটি টাকার চেক বিতরণ

রাজশাহীতে ভূমি অধিগ্রহণে ৩৩ জন ক্ষতিগ্রস্তের হাতে ১২ কোটি টাকার চেক বিতরণ

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে বিকেএসপি প্রতিষ্ঠান নির্মাণ, বাফার গুদাম নির্মাণ ও মহানগরীর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণের ফলে ৩৩ জন ক্ষতিগ্রস্তের হাতে ১২ কোটি টাকা ক্ষতিপূরণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন তিনি। এ সময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের কাছে জানতে চান, এই চেক পেতে কোনো হয়রানি হতে হয়েছে কী না। উপস্থিত চেক গ্রহীতরা জানান, কোনো ধরনের হয়রানি ছাড়াই তারা ক্ষতিপূরণের চেক পেয়েছেন। এ জন্য কাউকে কোনো ঘুষ দিতে হয়নি। কোনো হয়রানি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে চেক পেয়েছেন বলে জানান তারা। উপস্থিত সবাই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments