মিজানুর রহমান বুলেট: জামাত শিবির ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পর্যটন নগরী কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষিাভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকেল এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি কুয়াকাটা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর আওয়ামী লীগের কার্য্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আরিফ বিল্লাহ, রাইসুল ইসলাম শিবলু, বায়েজিত, কৃষক লীগ নেতা তুহিন দেওয়ানসহ আরো অনেকে। আলোচনা সভায় ছাত্রলীগ নেতারা বলেন, জামাত বিএনপি দেশে নৈরাজ্য সৃস্টির মাধ্যমে রাস্ট ক্ষমতায় যাবার নীল নকসা তৈরী করছে। জালাও পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃস্টি করছে। ২১ আগস্টের হামলার মুল হোতা তারেক জিয়া বিদেশে বসে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। খুনি তারেক জিয়ার দোষররা দেশে বসে ক্ষমতার লালসায় দীবা স্বপ্ন দেখছে।
তারা আরো বলেন, দেশের উন্নয়নে দিশেহারা হয়ে জামাত বিএনপি সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতায় আসার লালসা কখনও পুরন হবে না। বাংলাদেশ ছাত্রলীগ বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন কখনও পুরন হবে না। দেশে নৈরাজ্য সৃস্টির চেস্টা করলে ছাত্রলীগ কঠোর হাতে তা দমন করবে। স্বাধীনতা বিরোধী জামাত বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা এসময় ছাত্রলীগকে সকল বেদাবেদ ভূলে গিয়ে একযোগে জামাত শিবির ও বিএনপিকে প্রতিহত করার আহবান জানান।