জয়নাল আবেদীন: কুড়িগ্রাম দেশের সবচেয়ে দারিদ্রপীড়িত জেলা হিসাবে পরিচিত। এই জেলায় উত্তরবঙ্গ জাদুঘরের জনক সমাজসেবায় একুশে পদক (২০২২) প্রাপ্ত এস.এম আব্রাহাম লিংকন এঁর নিকট গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসন রংপুর এর পক্ষ হতে উত্তরবঙ্গ জাদুঘর উন্নয়নের জন্য ১ লক্ষ টাকার চেক প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার, মো: সাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল হক রংপুর জেলার সেবক জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এছাড়াও লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও এর সম্মানিত জেলা প্রশাসকগণ, বিশিষ্ট শিক্ষাবিদ কবি লেখক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম রংপুর প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান, বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু সহ জাদুঘরের সাথে সম্পৃক্ত উপদেষ্টামন্ডলী ও ট্রাষ্টিবৃন্দ উপস্থিত ছিলেন।