শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
Homeসারাবাংলাকোম্পানীগঞ্জে ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক

কোম্পানীগঞ্জে ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল শনিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে এদিন রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেড়ি বাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।

আটক রোহিঙ্গা হলো, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫নং ক্লাস্টারের মো.তৈয়ব (৩৮) সামসিদা বেগম (৩২),মো.রেন ওয়ান (১৪) তাসমিন আরা (১২) ইয়াসমনি আরা (১০) মো.আনাস (৮) জেসমিন আরা (৬) মো.ইয়াছের (৪) মো.কাওছার (২) শাহারা বেগম (২৭) সুফিয়া (১২) সুমাইয়া (১০) শাবনুর (৬), ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন (৫) আজিজা (১৮) আজিজ খান (১) জাহিদ হোসেন (২২) ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।

স্থানীয়রা ফারুক হোসেন জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাৎক্ষণিক তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, গতকাল শনিবার দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments