আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশের রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, আ’লীগ নেতা মনজু হিরো, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বিদ্যালয় দু’টির শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সুধিজন।
এসময় বক্তারা অবিলম্বে বিদ্যালয়ে প্রবেশের পথ সংস্কারের দাবী জানিয়ে বলেন, বামনডাঙ্গা শিববাড়ি মোড় থেকে বিদ্যালয় দু’টিতে প্রবেশের রাস্তায় একটু বৃষ্টি হলেই হাটুকাঁদা ও পানি জমে থাকে। কোমলমতি শিক্ষার্থীদের পরিধেয় জামা-কাপড় নোংরা হয়ে যায়। তাছাড়া, অনেকেই পিঁছলে পড়ে আহত হয়। ভগ্নদশাগ্রস্থ ২’শ মিটার রাস্তা অবিলম্বে সংস্কারের প্রয়োজন বলে মনে করেন বক্তারা।