শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলানোয়াখালীতে বিএনপির গায়েবানা জানাজা

নোয়াখালীতে বিএনপির গায়েবানা জানাজা

বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত যুবদল কর্মি মো.শাওন প্রধানের গায়েবানা জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার মাইজদী শহরস্থ নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। নিহত শাওন প্রধান (২০)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মি ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু নাছের,নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহী পলাশ, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রহিম রিজবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মিদের সংঘর্ষে নিহত শাওন প্রধানের মরদেহ পুলিশি পাহারায় গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments