বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে নির্বাচনে জিততে হলুদ পতাকায় ভরসা !

বাউফলে নির্বাচনে জিততে হলুদ পতাকায় ভরসা !

অতুল পাল: আসন্ন বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (চশমা) এস.এম মহসিনের বাড়ি জুড়ে টানানো হয়েছে রহস্যময় হলুদ পতাকা। শুধু বাড়ি জুড়ে নয়, ওই প্রার্থীর প্রচারণার পোস্টারের সাথেও শোভা পাচ্ছে হলুদ রঙের ফিতা। নির্বাচনে জিততে প্রার্থীর এমন কাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চশমা প্রতীকের প্রার্থী এস.এম মহসিনের বাড়ির চারপাশের বাউন্ডারি ওয়াল ও বাসভবনের ছাদে ১৫/২০টি হলুদ পতাকা টানিয়ে রাখা হয়েছে। এছাড়াও বাড়ির সামনের সড়কে প্রচারণার পোস্টারের সাথেও দেয়া হয়েছে হলুদ রঙের ফিতা। এমন অদ্ভুত ঘটনা দেখার জন্য উৎসুক জনতা ভীর করছে এবং শুরু হয়েছে ব্যাপক আলোচনা- সমালোচনার।

স্থানীয় অনেকে বলছেন, চশমা প্রতীকের প্রার্থী এস.এম মহসিন কোন এক দরগার পীরের মুরিদ। ওই পীরের পরামর্শে নির্বাচনে জয় পেতে এমন কাণ্ডকারখানা করছেন।

আরেক দল দাবি করছেন, ওই প্রার্থীর রাশির জন্য হলুদ রঙ শুভ। যার কারনেই তিনি হলুদকে শুভ শক্তি হিসেবে মানেন। এজন্যই তিনি বাড়ি ও পোস্টারের সাথে হলুদ রঙের কাপড় ব্যবহার করছেন। এছাড়াও প্রার্থী মহসিন অধিকাংশ সময় হলুদ রঙের টি শার্ট পড়েন।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সর্মথকেরা দাবি করছেন, নির্বাচনে প্রচার- প্রচারণায় মাঠে নেই চশমা প্রতীকের প্রার্থী এস.এম মহসিন। জনবিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এমন ঘটনা ঘটানো হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের সূত্র মতে, গত ৭ফেব্রুয়ারি শেষ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আমির হোসেন ব্যাপারী চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার ১২ দিনের মাথায় মৃত্যু বরণ করেন তিনি। পরে ৬জুন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন অফিস। তফশিল অনুযায়ী গত ২৭জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারনে নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন। পরে গত ২৪আগস্ট স্থগিতকৃত নির্বাচনের নতুন তারিখ আগামী ৬সেপ্টম্বর ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক (নৌকা), আওয়ামী৷ লীগের বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিন (চশমা) ও চরমোনাই পীরের মনোনীত মো. জাকির হোসেন (হাতপাখা) সহ ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, প্রচার প্রচারণায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকেরা ভোটের মাঠ সরগরম রেখেছেন। প্রতিদিন উঠান বৈঠক, পথসভা করছেন নৌকার প্রার্থী ইব্রাহিম ফারুক। এছাড়া ভোটের মাঠে প্রারণায় হাতপাখা প্রতীকের প্রার্থীর উপস্থিতি থাকলেও মাঠে নেই অন্য প্রার্থীরা।

বাড়িতে হলুদ পতাকা টানানোর বিষয়ে জানতে চাইলে চশমা প্রতীকের এস.এম মহসিন বলেন, কারা এ পতাকা টানিয়েছেন তা তিনি জানেন না।
এবিষয়ে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন বলেন,‘ ইসলাম শান্তি প্রিয় ধর্ম। আমরা শান্তিতে বিশ্বাসী। কোন প্রার্থী যদি অসৎ উদ্দেশ্যে হলুদ পতাকা টানিয়ে থাকে তা ঘৃণিত কাজ।
এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. তারিকুল ইসলাম বলেন,‘ নির্বাচন আচরণ বিধিতে পোস্টারের সাথে অন্য কিছু ব্যবহার করার সুযোগ নাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments