শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপীরগাছায় গুঞ্জর খাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পীরগাছায় গুঞ্জর খাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

জয়নাল আবেদীন: রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জর খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের স্থানীয় একটি প্রভাবশালী মহলের যোগসাজসে ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এই কাজ কাজ করছেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বিদ্যালয়টি নির্মাণের ফলে ভবিষৎ ঝুঁকি রয়েছে।

স্থানীয়রা বিদ্যালয়টির ভবন নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতির বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক কাজ বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সরকারের উচ্চ পর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের হাউদারপাড় বাজার এলাকায় অবস্থিত গুঞ্জর খাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ শ্রেণী কক্ষ সংকট রয়েছে। এতে দিন দিন কমতে থাকে শিক্ষার্থীর সংখ্যা। এই পরিস্থিতিতে সরকারী ভাবে শিক্ষার মান উন্নয়নের লক্ষে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়। এর পরই চলতি বছরের জুলাই মাসে বিদ্যালয়টির নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরু থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান সাফা কন্সট্রাকশন অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেয়। তারা ঢালাই কাজে কয়েক প্রকার বালুসহ নিম্নমানের ইট ব্যবহার করে। এনিয়ে স্থানীয় এলাকাবাসীরা কয়েকবার তাদের বললেও ঠিকাদার কোন কর্নপাত না করেই নিজের ইচ্ছামত কাজ করছেন।

ভবন নির্মাণ কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি এলজিইডি বিভাগের উধ্বর্তন কর্মকর্তার ইন্ধনে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অনিয়ম-র্দুনীতি শুরু করে। তারা ঢালাইয়ে তিন প্রকার বালুর সংমিশ্রণে কাজ করাচ্ছে। ঢালাইয়ের সময় সঠিক নিয়মে সিমেন্ট ব্যবহার নাকরে নিম্নমানের ইট ব্যবহারসহ অনিয়ম করছে। যা নিয়ে এলাকাবাসীরা পীরগাছা উপজেলায় এলজিইডি দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামের সাথে একাধিকবার কথা বলেও কোন লাভ হয়নি।

জানা গেছে, এলজিইডি প্রায় ৮৮লাখ টাকা ব্যায়ে নির্মাণাধীন ভবনটির গ্রেডবিম পর্যন্ত কাজ হয়েছে মাত্র। গতশনিবার ঢালাইয়ের শাটারিংয়ের কাঠ খুলতে গেলে দেখা যায়, পুরো বিল্ডিংয়ে অসংখ্য যায়গায় গ্রেড বিমের মাঝামাঝি বেশ কিছু যায়গা ফাঁকা রয়েছে। পরে স্থানীয়রা নিম্নমানের কাজ হয়েছে মর্মে পুনরায় ভালো করে কাজ করার দাবি জানান।

রংপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বিষয়টি অবগত হয়েছি। আমি সরেজমিন পরিদর্শন করবো। এঘটনায় যদি প্রধান শিক্ষকসহ কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments