শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসুনামগঞ্জে বিজিবি-বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জে বিজিবি-বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ

আহম্মদ কবির: সুনামগঞ্জে-২৮ ব্যাটালিয়ন ব্যাটালিয়ন বিজিবি ও ভারতের জোয়াই-১১০ ব্যাটালিয়ন বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজিবি তথ্যসুত্রে জানাযায় বুধবার (০৭সেপ্টেম্বর)দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি,র বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩১/৮-এস এর নিকটবর্তী হক নগর মুক্তিযোদ্ধা ভবনে,বাংলাদেশ অভ্যন্তরে বিজিবির আহবানে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুবুর রহমান এবং ভারতের জোয়াই-১১০ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সন্দীপ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে সুনামগঞ্জ -২৮ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে ১৫সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করেন এবং বিজিবির পক্ষে জোয়াই-১১০ব্যাটালিয়নবিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সন্দীপ এর নেতৃত্বে ০৯সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। বর্ণিত সৌজন্য সাক্ষাতে সীমান্তে আহত, নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধ করণ এবং মাদকদ্রব্য গবাদিপশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধ বিষয়ের উপর আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২৮ব্যাটালিয়ন বিজিবি উপ-অধিনায়ক,সহকারী পরিচালক,সুনামগঞ্জ -২৮ব্যাটালিয়ন অধীনস্থ বাগানবাড়ি বিওপির কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ১১০-ব্যাটালিয়ন বিএসএফ এর স্টাফ অফিসার,কোম্পানি কমান্ডার,এবং বিওপির কমান্ডারগন উপস্থিত ছিলেন। এ সময় অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাত শেষ হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments