শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশিক্ষার গুণগত মান উন্নয়নে ঈশ্বরদীতে মতবিনিময় সভা

শিক্ষার গুণগত মান উন্নয়নে ঈশ্বরদীতে মতবিনিময় সভা

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সভাপতি মুরাদ আলী মালিথা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন অধ্যক্ষ আসলাম হোসেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানউন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে উপজেলার শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সঠিকভাবে পাঠদান, ক্লাসের সময় ছাত্ররা যাতে বাইরে যেতে না পারে এবং ছাত্রদের সাথে বন্ধুত্বসুলভ আচরণসহ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আবুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসিন এসময় বক্তব্য রাখেন। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রতিবেদন প্রর্দশন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments