বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাঅতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নীল কমল নদীতে নৌকা বাইচ দেখতে পাড়ে জনস্রোত

অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নীল কমল নদীতে নৌকা বাইচ দেখতে পাড়ে জনস্রোত

মোঃপাভেল মিয়া: আবহমান গ্রাম বাংলার মানুষের বিনোদনের খোরাক মিটাতে নৌকা বাইচ অন্যতম। দীর্ঘ সময় ধরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার নদ-নদীতে বর্ষা মৌসুমে আয়োজন হতো নৌকা বাইচ। আর তা উপভোগের জন্য হুমড়ি খেয়ে পড়তো জনগন। তবে কালের বিবর্তনে ও পৃষ্ঠপোষকতার অভাবে দিনেদিনে হারাচ্ছে নৌকা বাইচ খেলার ঐতিহ্য।

আগে প্রতি বছরই নৌকা বাইচ খেলার আয়োজন হলেও এখন আর হয়না বললেই চলে। অত্র অঞ্চলে নৌকা বাইচ খেলার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবারে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। আর তা উপভোগ করতে নীল কমল নদের তীরে দেখা গেছে জনস্রোত। নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষের উপস্থিতিতে ভরে উঠে নদের দুই তীর।

গতকাল শুক্রবার পূর্ব ধনিরাম গ্রামের স্লুইসগেট সংলগ্ন নীল কমল নদে অনুষ্ঠিত নৌকা বাইচ খেলায় প্রধান অতিথি ছিলেন বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিক। আমন্ত্রিত অতিথি ছিলেন বড়ভিটা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খন্দকার পেয়ারা, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খালেকুজ্জামান ও সাধারণ সম্পাদক ফরহাদ সরকার উজ্জ্বল।

সাবেক বিজিবি সদস্য আইয়ুব আলী জোতদারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত নৌকা বাইচ খেলার সভাপতি ছিলেন ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য উজির উদ্দিন ব্যাপারি।

পরন্ত বিকালে নদের পানিতে নৌকা বাইচ খেলা শুরু হলে হাজার হাজার মানুষ গগনবিদারী চিৎকার করে প্রতিযোগীদের উৎসাহিত করেন।
নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে নদের পাড়েই বসে ছোট ছোট দোকান। বেচা বিক্রিও চলেছিল দেদারসে। আবার কেউ কেউ খালি গলায় ভাওয়াইয়া, ভাটিয়ালি গান ধরেন মনের আনন্দে। সব মিলিয়ে নদের তীরে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। এদিকে আনন্দ উল্লাসে কেটে যায় সময়। নেমে আসে সন্ধ্যা। অমীমাংসিত থেকে যায় নৌকা বাইচ খেলার ফলাফল। নতুন করে আবার খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments