ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনে গেম খেলার সময় ফোন কেড়ে নেওয়াই মায়ের উপর অভিমান করে ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে পৌরসভার প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম শাহ আলম (১৭)। তিনি রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর গ্রামের কবির আলমের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শাহ আলম মোবাইল ফোনে গেম খেলছিলেন। এসময় তার মা খেলা বন্ধ করতে বললেও তাতে কর্ণপাত না করায় তিনি ফোনটি কেড়ে নেন।

কিছুক্ষণ পর শাহ আলমের মা ছেলের ঘরে গিয়ে তার ফ্যানের সাথে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Previous articleবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
Next articleপাবনার চাটমোহরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।