শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময়

তাহিরপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময়

আহম্মদ কবির: শারদীয় দুর্গোৎসব ২০২২কে সামনে রেখে,শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে তাহিরপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৫সেপ্টেম্বর)দুপুরে থানা পুলিশের উদ্যোগে,তাহিরপুর থানা কম্পাউন্ডে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৩১টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ উপস্থিত ছিলেন।

তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি)সৈয়দ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে, এস আই গোলাম হক্কানির পরিচালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুবাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গনেশ,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানা (ওসি)তদন্ত সোহেল রানা, এসআই নাজমুল সিদ্দিক, এসআই খাইরুল ইসলাম, সাংবাদিক রুকন উদ্দিন, সাংবাদিক শামছুল আলম আখঞ্জী, সাংবাদিক আবুল কাসেম, প্রমুখ।

এসময় তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি)সৈয়দ ইফতেখার হোসেন বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ভাবে পালন করতে হবে।উনি বলে দুর্গোৎসব সব ধরনের বাদ্য-বাজনা বাজাতে অন্য ধর্মের ব্যাঘাত ঘটায় সে দিকে খেয়াল রাখতে হবে।উৎসবে ডিজে পার্টি মদ এসব পরিহার করার অনুরোধ জানান তিনি।এছাড়াও তিনি জানান প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার নাম নজরদারিতে রাখা ও জেনেরেটর সিস্টেম চালু রাখা এবং পাশ্ববর্তী মসজিদে আযান হলে সকল প্রকার সাউন্ড সিস্টেম বন্ধ রাখার অনুরোধ জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments