বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৫৮ প্রার্থীর মনোনয়ন...

রংপুরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৫৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

জয়নাল আবেদীন: আসন্ন জেলা পরিষদের নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে রংপুরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৫৮জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শেষ তথ্য পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিক এডভোকেট ইলিয়াছ আহমেদ এবং সাবেক জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেমন বাবলু এই ২জন মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে চলে এ মনোনয়ন জমা। তথ্য নিশ্চিত করেছেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন । জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ১৭জন। যার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ।

জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, যাচাই বাচাই ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন চুড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ১০৯৬জন, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো: আসিব আহসান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments