বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এর নির্মান কাজ দ্রুত শেষ করার তাগিদ

উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এর নির্মান কাজ দ্রুত শেষ করার তাগিদ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্ধারিত সময়ে নিমার্ণ কাজ শেষ না হওয়া রেলওয়ে ওভারপাস এর নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম ।

তিনি রেলওয়ে ওভারপাস এর নির্মাণ কাজ ঘুরে ঘুরে দেখেন ৷ এ সময় তার সাথে ছিলেন প্রকল্প পরিচালক পাবনা সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী সমিরন রায়, সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ দিদারুল আলম, পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল মুনসুর আহম্মেদ, সিরাজগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহেদুর রহমান মিলু, উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম । অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মোঃ খায়রুল আলমকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন । ঢাকা – ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি নগরবাড়ী মহাসড়কের রেলগেট নামক স্থানে নিমার্ণ করা হচ্ছে রেলওয়ে ওভার পাস। সড়ক ও জনপথ বিভাগ এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মঈন উদ্দিন বাঁশি লিমিটেড এর নির্মাণ কাজ করছে৷ জানা গেছে , বিগত ২০১৯ সালের ১৭ মে ২শ ৬৬ দশমিক ৫৭ মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাস নিমার্নের কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ ২০২১ সালের ৩ মার্চ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা ছিলো বলে জানা গেছে ৷ ঠিকাদারী প্রতিষ্ঠান ওভারপাসটি নিমার্ণ কাজে পাচ ( ৫ ) বার সময় বাড়িয়ে নিয়েছে৷

এ ব্যাপারে সিরাজগঞ্জ সড়ক বিভাগের নিবার্হী প্রকৌশলী দিদারুল আলম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য লিখিত ও মৌখিকভাবে বার বার তাগাদা দেওয়া হয়েছে । গত ৪ সেপ্টেম্বর ঠিকাদারী প্রতিষ্ঠানকে সবশেষ লিখিত পত্র দেয়া হয় । এর পরে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments