মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলালাকসাম পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান

লাকসাম পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান

রবিউল হোসাইন সবুজ: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে রবিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম উপজেলার শ্রী-শ্রী জগন্নাথ বাড়ি,পশ্চিমগাঁও সাহাপাড়া, দক্ষিণ লাকসাম, পিন্টু সাহার বাড়ি, স্বস্তিকা দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম-বার) ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তানভির আহমদ, পৌর মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসামের (সার্কেল) সিনিয়র সহকারী পু.সু. মোঃ মহিতুল ইসলাম,লাকসাম পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা-নিলুফা ইয়াসমিন চৌধুরী,লাকসাম থানার(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মেজবা উদ্দিন ভূঁইয়া, লাকসাম দৌলতগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি- তাবারক উল্লাহ কায়েস,বাজার কমিটির সেক্রেটারি বাবু পিন্টু সাহাসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. সচীন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দূর্জয় সাহা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, জন-প্রতিনিধি এবং বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পূজামন্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পাশা-পাশি সিসি ক্যামেরা লাগানোতে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা স্ব-স্ব এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন বলে পুলিশ সুপারকে অঙ্গীকার করেন।

পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম-বার)- বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষার্থে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেওয়ার হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments