বাংলাদেশ প্রতিবেদক: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে বাস্কেটবলে (ছেলে) ২১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনালে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় (জাবি) বাস্কেটবল দলকে ৭৪-৬২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইবি টিমের সদস্যরা।

রবিবার (০২ অক্টোবর) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ স্কোরারের পুরস্কার পেয়েছেন ইবির ক্রিস্টোফার গন্জালেস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও পোলার আইস্ক্রিম এর পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এর আগে হ্যাট্রিক টানা তিন বার (২০১৭-১৮-১৯) ইবি আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে শিরোপা অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সিইও রঞ্জিত চন্দ্র দাশ। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Previous articleলাকসাম পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান
Next articleআলোর মুখ দেখছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।