শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাচারঘাটে খড়ের আগুনে পুড়ে ৫০ বয়সের বৃদ্ধার মৃত্যু

চারঘাটে খড়ের আগুনে পুড়ে ৫০ বয়সের বৃদ্ধার মৃত্যু

মাসুদ রানা রাব্বানী: মানষিক যন্ত্রনা সইতে না পেরে রাজশাহীর চারঘাট উপজেলায় এক ৫০ বছরের বৃদ্ধা আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছে।

সোমবার দিবাগত রাত অনুমান ২.৩০টার সময় উপজেলার শুলুয়া ইউনিয়নের চামটা নামক গ্রামে আগুনে পুড়ে নাছিমা বেগম (৫০) বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃর্ত নারী গত ১৬ বছর যাবত মানষিক রোগে ভুগছিল। যার কারনে বেশ কয়েকবার পাবনার পাগলাগারে চিকিৎসা দেয়া হয়েছে।

কিন্ত কোন সুবিধা পাওয়া যায়নি। মৃর্ত নারী তার নিজ বাড়িতে প্রায় ভয়ঙ্কর কার্যকলাপ করতো। কখনও কখনও তার নিজের শরীরে লোহার তৈরী ধারাল হাতল দিয়ে আঘাত করতো। ইতোপূর্বে বিভিন্ন সময়ে নিহত নারী আত্মহত্যার চেষ্টা করেছে। তবে সোমবার দিবাগত রাত আড়াইটায় বাড়ির সবার অগচরে বাড়ির ছাঁদে গিয়ে খড় ও গাছের খড়িতে আগুন দিয়ে নিজেকে পুড়ে ছাঁই করেছে বলে গনমাধ্যমকে জানান, নিহতের স্বামী আব্দুস ছালাম ও পরিবারের সদস্যরা।

অপরদিকে অনুসন্ধানে জানাযায়, নিহত নারীর দুই মেয়েও মানষিক রোগে ভুগছে।

মানষিক রোগীদের আজব ও ভয়ঙ্কর কার্যকলাপ সৃষ্টি করে এবং আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে বলে জানান, উপজেলা আরএমও চিকিৎসক শহিদুল ইসলাম রবিন।

চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, নিহত নারীর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলেন এখনও রয়েছেন। ওই নারী একজন মানষিক রোগী ছিলেন। তার পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শ সনদ চারঘাট থানাকে দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহীনি অনুসন্ধান করছেন। তদন্ত শেষ হলে প্রয়োজনয়ি ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments