শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপ্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

আহম্মদ কবির: মা তুমি আবার এসো,ভক্তদের কন্ঠে এই আকুতির ভেতরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বিদায় হলো দেবীদুর্গা।পাঁচদিন ব্যাপী এই দুর্গোৎসব উৎযাপন শেষে আজ বিকেলে প্রতিমা বিসর্জনে যোগ দিয়েছে সনাতন ধর্মের অনুসারীরা।

বুধবার(৫অক্টোবর)বিকাল ৪টায় টাঙ্গুয়ার হাওর এলাকার মন্ডপগুলো থেকে প্রতিমা নিয়ে হাওর পাড়ের উদ্দেশ্যে বের হন সনাতন ধর্মাবলম্বীরা।এসময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে- এ প্রার্থনা করেন তারা।

হিন্দু পঞ্জিকা মতে গত শনিবার ১,অক্টোবর বোধনের অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে।টানা পাঁচ দিনপর মন্ডপে মন্ডপে বিসর্জনের মধ্য দিয়ে আজ দশমীতে মা দুর্গা পুত্র-কন্যা সহ কৈশালে ফিরে গেছেন নৌকায় চেপে।

প্রতিমা বিসর্জন দিতে টাঙ্গুয়ার হাওর এলাকার বাকাতলা গ্রাম হতে আসা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধ্যনগর উপজেলা শাখার সভাপতি অজিত হাজং বলেন শেষ পর্যন্ত খুব ভালোভাবেই এবারের পূজা উৎযাপন করেছি। দেবি দুর্গাকে বিদায় জানাচ্ছি এতে কিছুটা খারাপ তো লাগছেই।

এছাড়াও হাওর পাড়ের বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি,বাপ্পি ঘোষ, সাধারণ সম্পাদক ইদিশ হাজং,কোষাধ্যক্ষ কুমেদ হাজং,ও রবিন্দ্র হাজং সহ অনেকেই জানান এবারের পূজা উদযাপনের মাধ্যমে সব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিকাশ ঘটবে ও সাম্প্রদায়িক অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ে উঠবে- এমনটাই প্রত্যাশা করি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments