শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকুয়াকাটায় বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব

কুয়াকাটায় বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান উৎসব

মিজানুর রহমান বুলেট: ধর্মীয় ঠাকুরকে নগদ টাকা, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী দেয়ার মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে বৌদ্ধধর্মবালম্বীদের কঠিন চিবরদান উৎসব।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার দুপুরে শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বরগুনা, তালতলী, কুয়াকাটা ও লতাচাপলী,ধুলাসার ইউনিয়নের রাখাইন নর-নারী অংশগ্রহন করে।

প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্রগ্রামের উ কুইন্দা মহাথেরো সংঘরাজ। প্রধান অতিথি ছিলেন বুদ্ধরক্ষিত কুয়াকাটার মহাথেরো বারত। প্রার্থনা অনুষ্ঠান শেষে রাখাইনরা তাদের ধর্মীয় সাতজন ঠাকুরকে পোশাক উপহার দেন। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরনে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments